Mirpur Polytechnic Institute

মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট

Mirpur Polytechnic Institute

Bangladesh Govt & BTEB Approved , প্রতিষ্ঠান কোড : ৫০৪৫৫, EIIN NO- 139077

Establishment Date: 23-09-2010

মুক্তবাংলা কমপ্লেক্স (৬ষ্ঠ তলা, লিফট -৫ ), মিরপুর -১ , ঢাকা -১২১৬

MPI

Notice

This is sample text for demo. Check plugin demo page for more info.   This is a notice.

More

ডিপ্লোমা হোল্ডারগণ দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা আমার কাছে বিশেষ দক্ষতা অর্জনকারী হিসেবে বিবেচিত এবং তারা কোন না কোন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সহযোগিতা সহ অর্থনৈতিক বিভিন্ন খাতে যুগোপযোগী বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম।

আমাদের দেশে বিপুল পরিমান দক্ষ জনশক্তি প্রয়োজন, বর্তমান ও ভবিষ্যতে প্রয়োজনীয়তা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অধিক সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলীর চাহিদা রয়েছে। আমাদের শিক্ষা খাতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে এবং সর্বপরি শিল্প খাতে এর গুরুত্ব অপরিসীম।
It is education, is the back bone of the state, but technical education is the strong back bone of the state as well as home and abroad also.  

আমাদের MPI একাডেমিক ও অবকাঠামো এবং প্রযুক্তি গত দিক থেকে উন্নত। কারিগরী শিক্ষার প্রসার ঘটাতে দক্ষ জনশক্তিকে জনসম্পদে রুপান্তরিত এবং মানসম্মত শিক্ষা দিতে আমরা বদ্ধপরিকর।
আমি সকলকে স্বাগত জানাই MPI  এ, Eventually ভর্তি হয়ে নিজেকে দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী তৈরী কর, সুন্দর জীবন গড় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মদক্ষতাকে উৎসর্গ কর।