ঢাকা জেলায় মিরপুর-১ এ কারিগরী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে আত্মনির্ভরশীল জাতি গঠনের লক্ষ্যে ২০১০ সালে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অনুমোদন নিয়ে ২০১০ সালে প্রশিক্ষন কার্যক্রমের পথচলা শুরু হয়।
সুদীর্ঘ সময় ধরে কারিগরী শিক্ষায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলে আত্মনির্ভরশীল জাতি গঠনে মিরপুর টেকনিক্যাল ইন্সটিটিউট অর্জন করে সুনাম ও খ্যাতি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বেকারত্ব নিরশনে অনন্য অবদানকারী এ প্রতিষ্ঠানটি পরবর্তিতে হাঁটি হাঁটি পা পা করে ২০১০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হয় মিরপুর পলিটেকনিক ইন্সটিটিউট-(৫০৪৫৫) ।
বর্তমানে প্রতিষ্ঠানটি ৬টি টেকনোলজি সহ মিরপুরের প্রানকেন্দ্র মিরপুর-১ এ মুক্তবাংলা কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করে আসছে এবং দক্ষ মানব সম্পদ তৈরীর জন্য সেবা দিয়ে যাচ্ছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই আমি সকল শিক্ষার্থীকে আহবান জানাই গচও -এ পড়াশোনা করে কারিগরি শিক্ষায় নিজেকে তৈরী কর এবং উজ্জল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজেকে নিবেদিত কর।
পরিচালক,